Skip to main content

সংগ্রাম

দুনিয়াতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে খুব বেশিদিন হয়নি, ১৯৪৫ এ । মোটামুটি সেই সময়ের দিকেই ভারত কি বর্বর হামলা করে হায়দ্রাবাদ কে কবজা করলো, রিসেন্টলি রাশিয়া ইউক্রেনে হামলা করলো, গাযায় পিশাচ রা হামলা করলো । এর আগে তো সারা দুনিয়ায় যুদ্ধ লেগেই ছিলো, কত মানুষ প্রান হারালো, কত নারী-শিশুরা অত্যাচারিত হলো তার হিসেব ই নেই । আমরা কি আসলেই মনে করি দুনিয়ায় শান্তি বিরাজ করছে? না, বরং দুনিয়ায় এখনো কোল্ড ওয়ার নামের যুদ্ধ চলে, বড় পাওয়ারের দুর্বল দেশ এর পলিটিক্স নিয়ন্ত্রন করে এবং কে ক্ষমতায় আসবে তারা সেটাও ঠিক করে। কাকে ক্ষমতা থেকে নামাতে হবে, কোথায় সাজানো হামলা করে, নিরাপত্তা ঝুকি এর নাম করে সেই দেশ কে শেষ করে ফেলা হবে সেটাও ঠিক করে । এখন আর খোলা ময়দান যুদ্ধ হয়না, এখন সব শক্তিশালী রাষ্ট্র মিলে দুর্বল কে ঘায়েল করে ।

আমাদেরকে মনে রাখতে হবে, কখনো না কখনো আমাদেরকে যুদ্দে যেতে হতেই পারে । সেটা আগামী দিনের গাযওয়াতুল হিন্দ বা মালহামা অথবা যা ই হোক না কেনো । নিজেদেরকে

  • ঈমানি শক্তিতে বলিয়ান হতে হবে
  • কুরআন, সালাত কে শক্ত করে ধরে রাখতে হবে
  • শারীরিক ভাবে শক্তিশালী হতে হবে, যুদ্ধকৌশল ও প্রশিক্ষন নিতে হবে

আমাদের ভুলে গেলে চলবেনা, আমাদের ইতিহাস ও অনেক উজ্জল ছিলো যেখানে

  • ৩ হাজার শূন্য নিয়ে ২ লক্ষ কাফের সাথে যুদ্ধ করেছিল সাহাবীরা
  • পশ্চিমা ছাত্র ছাত্রী রা উচ্চশিক্ষার জন্য পড়তে আসতো আমাদের খিলাফাহ এর আন্ডারে থাকা উচ্চতর মাদ্রাসায়

আমাদেরকে ভুলে গেলে চলবেনা যে

  • একদিন আমাদেরকে যুদ্ধ করতে হতেই পারে
  • একদিন যুদ্ধে বা অন্য কারনে আমরা মারা যতেই পারি তাই আমাদের পরিবার, সম্পদ আমাদেরকেই রক্ষা করতে হবে । সে জন্য আমাদেরকেই প্রস্তুতি নিতে হবে ।